বকেয়া বেতনের দাবি,গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

0

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর শহরের টঙ্গী পশ্চিম থানা খানপাড়া এলাকায় সিজন ড্রেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ শুরু করে।

জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন খান পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেস লিমিটেড নামের পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক তাদের জুলাই ও আগস্ট মাসের বেতনের দাবিতে সকাল ৮টায় খাঁ পাড়া শাখা সড়কে কারখানার সামনে বিক্ষোভ করে। . এরপর সকাল সাড়ে নয়টায় একটি মিছিল সড়কের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক গণমাধ্যমকে জানান, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না বলে জানান।

এ বিষয়ে কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকের বলেন, বেতন পরিশোধ করা হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন পাননি। তাই মহাসড়ক অবরোধ করে।

এদিকে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *