আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস
আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রতি বছর এই দিনটিকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালন করা হয়।
এবারের অভিবাসী দিবসের স্লোগান হচ্ছে, ‘প্রবাসী শ্রমিকরা উন্নয়নের অংশীদার, তাদের অধিকার সমুন্নত রাখব’।
প্রতিবছরের মতো এবারও ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথভাবে পালনের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের নিয়ে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।