২৫ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ২৫ রিট

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ২৫ প্রার্থী। রোববার ও সোমবার (১০-১১ ডিসেম্বর) মোট ২৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন রাজবাড়ী সদরের স্বপন কুমার সরকার। সুব্রত চন্দ্র সরকার, নেত্রকোনা-২। খন্দকার আহসান হাবীব, টাঙ্গাইল সদর মো. জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর মো. মুহাম্মদ খায়রুল বাশার লাভলু, নরসিংদী-৫। মোঃ মোস্তফা জামাল, ঢাকা-১৫। সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩. মোঃ শামীম মিয়া, নেত্রকোনা-৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩। মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫। সোহেল রানা, সাভার ।

অপরদিকে সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা প্রার্থীরা হলেন জয়নাল আবেদীন, দল: জাতীয় পার্টি, মুন্সীগঞ্জ-২। মোঃ ইউসুফ পারভেজ, পার্টি-বিএনআরপি, ঝিনাইদহ সদর। নুরুল আলম, দল-বাংলাদেশ সুপ্রিম পার্টি, কক্সবাজার-৩। চৌধুরী এবাত নূর, কক্সবাজার-১। নুরুল করিম আফসার, চট্টগ্রাম-৬. এস এম আশিক বিল্লাহ, ঢাকা-১০। সালমা আক্তার শিল্পী, পটুয়াখালী-৩। অধ্যাপক আবু সাইদ, পাবনা-১. মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭। হোসাই মোহাম্মদ ইসলাম, যশোর-৬। এস এম এনায়েত করিম, পটুয়াখালী-৩। মোঃ শাহনাজ বণিক, চাঁদপুর-৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *