রাজধানীর তেজগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আবু তালহা জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টা ২০ মিনিটে নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সকাল ৮টা ২২ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবু তালহা জানান, বাসের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।
এর আগে অবরোধ চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, অবরোধের আগে গত রাতে রাজধানীতে অন্তত ১২টি বাসে আগুন দেওয়া হয়।