চন্দ্রনাথ থেকে নামতে হুড়োহুড়িতে আহত ৪ পুণ্যার্থী, চাপাচাপিতে অসুস্থ অনেকেই

0

শনিবার মধ্যরাতে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সিঁড়ি ভেঙ্গে দুইজনের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পাহাড়ে ওঠা-নামার পথ বন্ধ হয়ে যায়। পরে আজ ভোরের পর বিকল্প পথ চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন ৪ জন। এ ছাড়া ভিড়ের কারণে ২৪ ঘণ্টায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ২ হাজার ২০০ তীর্থযাত্রী।

রোববার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্ম অনুসারীদের তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুদ্দিন রাশেদ জানান, এ ঘটনায় আহত ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের নাম এখনো জানা যায়নি।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধামকে ঘিরে গত শুক্রবার থেকে সীতাকুণ্ডে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় তীর্থযাত্রা। প্রতি বছর এই মেলা তিনদিনের হলেও এবার তিথির কারণে মেলা হবে চারদিন। গতকাল ছিল এই মেলার দ্বিতীয় দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *