ফেব্রুয়ারি 1, 2026

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে

2

Description of image

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার এজিএম আবদুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরির আলোর গতিপথ অস্পষ্ট হয়ে পড়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে এই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে অনেক যানবাহন আটকা পড়েছে। ফলে তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।