কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী হামলায় ৬ জন নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের দুই কর্মীসহ ৬ জন নিহত ও ১১ জন আহত হন।
সোমবার দূতাবাসের প্রবেশপথে হামলার বিষয়টি নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর এটিই প্রথম কোনো বিদেশি মিশনকে লক্ষ্য করে হামলা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে হতাহতদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এ সময় দূতাবাসের নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হন।
স্থানীয় পুলিশ প্রধান মালাউই সাবির বলেছেন, নিরাপত্তা কর্মীরা দূতাবাসে প্রবেশের আগে আত্মঘাতী হামলাকারীকে দেখতে পান। নিরাপত্তাকর্মীদের গুলিতে প্রাণ হারান তিনি। হতাহতের বিস্তারিত এখনও জানা যায়নি।
এই ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে অজ্ঞাতনামা জঙ্গিরা দূতাবাসের প্রবেশপথের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে দূতাবাসের দুই কর্মী নিহত হন। নিহতদের মধ্যে আফগান নাগরিকরাও রয়েছেন।