অনশনের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়েন শতাধিক রেলের গেটকিপার

0

রেলওয়ের মান উন্নয়ন প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের চাকরির নিরাপত্তার দাবিতে অনশন চলছে। অনশনের চতুর্থ দিনে বুধবার শতাধিক রেলের দারোয়ান অসুস্থ হয়ে পড়েন।

২৭ ফেব্রুয়ারি থেকে কমলাপুর রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে ‘রেলওয়ের ১৮৮৯ জন গেটকিপার, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রেলওয়ের দারোয়ান বাস্তবায়নে ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চল’-এর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়েছে।

যারা অনশন করেছেন তাদের মধ্যে ছিলেন কুলাউড়ার সাজ্জাদ, টঙ্গীর লাকী আক্তার, লিজা, ফেনীর হালিমা খাতুন, ফাতেমা আক্তার, কাওসার, রুবেল, যশোরের চামেলী বেগম, সুমাইয়া, শ্রীমঙ্গলের আকুল মন্ডল, কাউসার আহমেদ অনিক, আকলাম আক্তার। হাসপাতালে চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *