গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে সুখবর
শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীরা সপ্তাহের সাত দিন হাফ পাস সুবিধা পাবে।
সোমবার রাজধানীতে পরিবহন মালিক-শ্রমিকদের সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন।
সাইফুল আলম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীরা আজ থেকে ইউনিফর্ম বা ফটো আইডি দেখানো সাপেক্ষে হাফ পাসের সুবিধা পাবে।’
তিনি আরও বলেন, “আগের সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া হবে।
ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, ঢাকা মহানগরীর সব রুটের সব সিটি বাসে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এ প্রসঙ্গে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসা) আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী দীপ্ত বলেন, ‘২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানাতে অর্ধেক পাস কার্যকর করা হয়েছে।’
শুধু বাসে নয়, রেল-নৌকাসহ সব ধরনের পরিবহনে হাফ পাস বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।