আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন সরজিস আলম
গণহত্যার কারণে দেশের জনগণ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে চায়, বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সেই দাবিতে একাত্মতা প্রকাশ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরজিস আলম।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সপ্তাহব্যাপী ‘প্রতিরোধ সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সমাবেশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্রলীগ-যুব লীগসহ স্বৈরাচারের বন্ধু দুর্বৃত্তরা নতুন করে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। এটা কখনই হতে দেওয়া হবে না। ছাত্র সমাজ মাঠে আছে এবং থাকবে।
এ সময় পাল্টা অভ্যুত্থান হলে তাদের আর অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে মঙ্গলবার চার দফা দাবিতে ‘প্রতিরোধ সপ্তাহ’ নামে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশে রোডমার্চ কর্মসূচির পাশাপাশি আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় শাহবাগে কেন্দ্রীয় সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা।