আগামী ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুনের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করবেন। ২৬ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

Description of image

শনিবার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দফতর সম্পাদক) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সভা পরিচালনা করবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিজ্ঞপ্তিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।