রাজধানীর গুলিস্তানে বাসে আগুন

0

রাজধানীর গুলিস্তানে সাত সকালেই  বাহন পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Description of image

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে বাহনের একটি বাসে কেউ আগুন দিয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন গণপরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর মোহাম্মদপুরে রাতে বাসে আগুন দিতে গিয়ে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। তবে আজ বাসে আগুন লাগার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।