প্রথম দিনেই ইসলামী ৫ ব্যাংকের ধার ৪ হাজার কোটি টাকা।কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা
ইসলামী ব্যাংকগুলোর জন্য বিশেষ তারল্য সুবিধার প্রথম দিনেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে পাঁচটি ব্যাংক। প্রচলিত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অনেক আগে ঋণ নিতে পারলেও ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর সে সুযোগ ছিল না। তবে সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে রেপো ভিত্তিতে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এই ব্যাংকগুলো সুকুক বন্ড সিকিউরিটি রেখে ১৪ দিনের মেয়াদে ঋণ নিতে পারে। এর বিপরীতে ব্যাংকগুলোর তিন মাস মেয়াদি আমানতের সমান মুনাফা দিতে হয় কেন্দ্রীয় ব্যাংককে।
দেশে বর্তমানে ১০টি সম্পূর্ণ শরিয়াহ ভিত্তিক ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোস্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, আল-আরাফাহ ইসলামী, আইসিবি ইসলামী, শাহজালাল ইসলামী, এক্সিম এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এর মধ্যে বিভিন্ন অনিয়মের মাধ্যমে কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়টি সামনে এসেছে। এ অবস্থায় অনেক আমানতকারী চিন্তিত। কেউ কেউ আমানত তুলে নিচ্ছেন। এ কারণে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে।