কুমিল্লায় সমাবেশের অনুমতি পেল বিএনপি, লাঠিতে পতাকা লাগানো যাবে না।
প্রশাসনের ১০ শর্ত
আগামী শনিবার (২৬ নভেম্বর) ১০ শর্তে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার রাজীব চৌধুরী স্বাক্ষরিত এ অনুমতিপত্র প্রদান করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ১০ শর্তের মধ্যে একটি হল মাইক সীমিত রাখা এবং মিটিং-মিছিল না করা।
সমাবেশের অনুমতির অন্য শর্তগুলো হলো- দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আর্থ-সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা ক্ষুন্ন করে এমন বক্তব্য রাখা যাবে না। ব্যানার-ফেস্টুন ইত্যাদির ব্যবহার সীমিত রাখতে হবে। পতাকা স্ট্যান্ড হিসেবে ব্যানার-ফেস্টুন, কোনো লাঠি ব্যবহার করা যাবে না। বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। মাইকের ব্যবহার সীমিত হওয়া উচিত, শহরের ভিতরে যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। রাস্তা অবরোধ করা এড়িয়ে চলতে হবে। মোটর শোভাযাত্রা ও মিছিল করতে দেওয়া হবে না। সমাবেশে নেতাকর্মীদের আসা-যাওয়ার পথে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে এ ধরনের কর্মকাণ্ড করা যাবে না। ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দায়িত্ব নেতাদের পাশাপাশি সংগঠকদেরও নিতে হবে। সমাবেশ শুরুর আগে মঞ্চ তৈরির সঙ্গে জড়িতরা ছাড়া অন্য কাউকে সভাস্থলে প্রবেশ বা থাকতে দেওয়া হবে না।