সুইস ব্যাংকে টাকার তথ্য চাওয়া হয়েছে কি না জানতে চায় হাইকোর্ট

0

Description of image

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের বিষয়ে দেশটির সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট বিভাগ।

বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে স্বতঃস্ফূর্তভাবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী রোববার (১৪ আগস্ট) মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রকে এ তথ্য দিতে বলা হয়েছে। একই দিনে আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ জারি করবেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।

প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাটালি চুয়ার্ড বলেছেন, বাংলাদেশ সরকার সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য চায়নি। এরপর দেশের বিভিন্ন পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।