সাগরে মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ
ভোলার চরফ্যাশনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ো ঢেউয়ে ১৩ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার পর পাঁচ জেলেকে উদ্ধার করা হলেও আট জেলে এখনও নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার রাতে ধলচরের দক্ষিণ সাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। ধলচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার আট জেলে নিখোঁজের খবর নিশ্চিত করেছেন।
চেরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ জেলেদের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা চরফ্যাশন উপজেলার ধলচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জেলে সূত্রে জানা গেছে, ধলচর ঘাটের ইউসুফ মাঝির ফিশিং ট্রলারের ১৩ নাবিক গভীর সাগরে ইলিশ শিকারে যায়। সাগর উত্তাল থাকায় ঘাটে ফেরার পথে রাত ৮টায় ধলচরে দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সাগরে থাকা অন্যান্য জেলেরা ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের কারণে সে চেষ্টা অনেকাংশে ব্যর্থ হয়। পরে তারা ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, প্রবল স্রোতে ট্রলারসহ আরও আট জেলে সাগরে ভেসে গেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, আমরা ঘাটের জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমণিকা জোনের কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে।