ইরানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহির বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় এখনও অন্তত একজন নিখোঁজ রয়েছে।
খলিল আবদুল্লাহি জানান, ইস্তাবানের সুলতান শাহবাজ গ্রামের কাছে প্রবল বর্ষণের পর বাঁধ দিয়ে পানি উপচে পড়ে এলাকায় প্রবেশ করে। আকস্মিক বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে। সেখানে ৫৫ জনকে উদ্ধার করা হলেও অনেকে ভেসে গেছে।