আদালতের নির্দেশ না মানায় ৩ প্রতিষ্ঠানের প্রধানের কাছে ব্যাখ্যা দাবি

0

এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ১৩ আসামিকে গ্রেপ্তারে আদালতের আদেশ না মানায় তিন সংস্থার প্রধানের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। দুদক চেয়ারম্যান, পুলিশের আইজি ও অতিরিক্ত আইজিপি ইমিগ্রেশনকে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে ব্যাংক কর্মকর্তা আবদুর রহিমসহ মামলার দুই আসামির জামিন আবেদনের শুনানি ২৬ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন তৌফিকুল ইসলাম।

ভুয়া ওয়ার্ক অর্ডার ও অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৬ জুন মামলা করে দুদক। মামলায় এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলীসহ ১৭ জনকে আসামি করা হয়। বাকি ১৬ অভিযুক্ত ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *