আগামী বছরের মার্চ বা জুনে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করবে: রেলমন্ত্রী

0

Description of image

আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া আগামী বছরের মার্চ বা জুনে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।

রোববার নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনকালে রেলমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, সেতুতে রেললাইন বসানোর কাজ না থাকায় উদ্বোধনের দিন থেকে ট্রেন চলবে না।

তিনি বলেন, আপাতত আগামী বছরের ২৬ মার্চ মাওয়া পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত ট্রেন চালানোর লক্ষ্য রয়েছে। তা সম্ভব না হলে আগামী জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে। ২০২৪ সালের জুন মাসে ট্রেনটি ঢাকা থেকে যশোর পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।