ধর্ষণের ঘটনা গোপন রাখতে দাদিকে হত্যা, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলপুরে আবুয়া রবিদাস নামে এক যুবক তার ৪ বছরের নাতিকে ধর্ষণের শিকার হতে দেখে প্রতিবাদ করার পর দাদীকে কুপিয়ে আহত করেছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত দাদীর মৃত্যু হয়।
ধর্ষক ও খুনি আবুয়া রবিদাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আবুয়া রবিদাস একই এলাকার কাচ্চু রবিদাসের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায়।
জানা গেছে যে, গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকার রবিদাস বাড়িতে ৪ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আবুয়া রবিদাস। এ সময় শিশুটির দাদী ফুলবালি রবিদাস তার নাতির ধর্ষণের প্রতিবাদ করেন। এরপর ধর্ষক আবুয়া রবিদাস শিশুটির দাদীকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত দাদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২২ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।
এদিকে, ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদী আমাদেরকে বলেন, “এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।”

