মেসির বাংলাদেশ সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

0

Description of image

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আনা নিয়ে আলোচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফফে)।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির বাংলাদেশ সফরে ইতিবাচক সাড়া দিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

বিএএফের একটি সূত্র জানায়, বাংলাদেশ সফর নিয়ে বেশ কিছু শর্ত দিয়েছে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন। সেগুলো পূরণ করতে পারলে জুনে নীল-সাদা জার্সি গায়ে দলটির বাংলাদেশ সফর সম্ভব। সে বিষয়ে বিস্তারিত ধারণা দিতে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন বাফুফে।

কিন্তু অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করে ফুটবল ফেডারেশন। বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নাওমী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে বাফুফের পক্ষ থেকে নওমি বলেন, অনিবার্য কারণে বুধবার দুপুর আড়াইটায় বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।