আশ্রয়ণ প্রকল্প যথাসময়ে শেষ হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গৃহহীন ও ভূমিহীনদের জন্য দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে। একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবা মানকশাই এলাকায় নির্মিতব্য দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি পরিদর্শন বইয়ে তার মতামত ব্যক্ত করেন এবং নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতারা আইনমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শন প্রকল্পের সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, কসবার মেয়র গোলাম হাক্কানী, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাজী মোঃ আজহারুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন।