বাঁধে ফাটল, গুরমা হাওরে তলিয়ে গেছে ফসল
ভারি বর্ষণের পর উপরিভাগে প্রবল ঢেউয়ের কারণে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। ২৭ নং বর্ধিত গুরমা প্রকল্পে গ্রামে পানি প্রবাহিত হচ্ছে।
বর্ধিত গুরমা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ তদারকি করা শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর গ্রামের ইউপি সদস্য মিসবাহ উদ্দিন পলাশ বলেন, এ ব্যাপারে আমরা যাব।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীপুর মুরাদ জানান, রবিবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান এলাকা পরিদর্শন করেন। সকাল ৮টার দিকে খবর আসে ওয়াচ টাওয়ারের পূর্ব দিকে বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করছে। আমরা গত ১০ দিন ধরে এই অবস্থার মধ্যে রয়েছি। এ অবস্থায় ক্লান্ত হয়ে আমরা এখন হারিয়ে গেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, পাটলাই নদীর পানি প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় পরিস্থিতি এখন আরও খারাপ হচ্ছে। ওয়াচ টাওয়ার সংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।