জানুয়ারি 31, 2026

ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

3

Description of image

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক উপ-রাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ রাশিয়া-ইউক্রেন সংকটে পাশে থাকুক। রোববার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মুখে গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।

ভিক্টোরিয়া নুল্যান্ড আরও বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশকে আরও কিছু করতে হবে।

সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপে উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ বিশ্বাস করে  বাইডেন প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের নীতিতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।