জানুয়ারি 31, 2026

ইসি গঠন: সার্চ কমিটির সভা

6

Description of image

নির্বাচন কমিশন গঠন নিয়ে বৈঠকে বসেছে রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত সার্চ কমিটি।

শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি বৈঠকে অংশ নেয়।

গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটি গঠন করেন। তারা নিজেরাই এ পর্যন্ত চারটি বৈঠক করেছেন। প্রথম বৈঠকের পর দেশের নিবন্ধিত ৩৯টি দলসহ ব্যক্তি ও পেশাজীবীদের প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে আইন অনুযায়ী উপযুক্ত ব্যক্তিদের মনোনয়নের জন্য অনুরোধ করা হয়। এর ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ৩১৫ জনের তালিকা প্রকাশ করে সার্চ কমিটি।

গত বৃহস্পতিবার কমিটির চতুর্থ সভায় প্রাথমিকভাবে ৫০ জনের তালিকা করা হয়। তাদের জীবনী ও অতীত ইতিহাস নিয়ে গবেষণা করা হচ্ছে। সার্চ কমিটি ২৪ ফেব্রুয়ারির আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার পদে ১০ জন প্রার্থীর একক তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে। এই তালিকা থেকে রাষ্ট্রপতি পাঁচ জনকে নিয়োগ দেবেন।