সাক্ষাৎকারে ছহুল হুসাইন।আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না
নির্বাচন কমিশনের সার্চ কমিটির একজন বিশিষ্ট নাগরিক মুহাম্মদ ছহুল হুসাইনকে নিয়ে শুরু থেকেই বিতর্ক শুরু হয়েছে। কারণ গত সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ছহুল হুসাইন বলেন, দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে তিনি প্রতিটি দায়িত্ব পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার কোনো কাজেই কখনো বিরূপ প্রভাব পড়েনি। তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে না।
আমি ন্যায়ের আদর্শে আছি। কোন অবস্থাতেই আমি এই আদর্শ থেকে বিচ্যুত হব না। তাই এ বিষয়ে কোনো বিতর্ক হবে বলে আমি মনে করি না।
ছহুল বলেন, ‘আমি সব সময় যেকোনো কিছুর ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করেছি। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও তাই করব। আমার ক্ষেত্রে কোনো বিতর্ক থাকা উচিত নয়। আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্য ছহুল হোসেন। তাকে সার্চ কমিটির সদস্য করার পর থেকেই বিষয়টি আলোচনায় আসছে।
কবে কাজ করতে পারবেন জানতে চাইলে ছহুল বলেন, তারা রোববার (আজ) থেকে কাজ শুরু করতে চান। কমিটির অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে সবার সঙ্গে কথা হয়েছে।