টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

0

Description of image

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার রাতে টঙ্গীর গাজীবাড়ী ও বু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বৃদ্ধা ও অন্যজন তরুণী। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ২৫ বছর। মৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস টঙ্গীর গাজীবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে টঙ্গীর স্ত্রী বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক তরুণী নিহত হয়েছেন।

মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।