এবার কর্ণফুলীতে সাকর মাছ ধরা পড়ল

0

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে জেলেদের জালে সাকর মাছ ধরা পড়েছে। রোববার বিকেলে শীলছড়ি উপজেলা সংলগ্ন কর্ণফুলী নদীর সীতাঘাট এলাকায় মাছ ধরার সময় মো. রহমত আলীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি শনাক্ত না হওয়ায় প্রথমে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তা ইউএনও কার্যালয় থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। জানা যায়, রোববার দুপুরে কাপ্তাই উপজেলার শীলছড়ি সংলগ্ন কর্ণফুলী নদী সীতাঘাট এলাকায় মাছ ধরতে যায়। রহমত আলীসহ জেলেরা। এ সময় জাল টেনে দেখতে পান ভয়ংকর দেখতে মাছটি। মাছটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়ার পর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা এটিকে দৈত্যাকার স্যাকারিন মাছ হিসেবে চিহ্নিত করে। দীর্ঘ ৩০ বছর ধরে কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন সুভাষ দাস। তিনি বলেন, এতদিন নদীতে এমন মাছ দেখেননি। এমন মাছের কথা তিনি এই প্রথম শুনলেন। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, এটি একটি বিশালাকার সাকার মাউথ ক্যাটফিশ। এই দৈত্যাকার মাছটি দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। তারা পুকুর বা নদীতে স্থানীয় প্রজাতির মাছ খায় যেখানে সাকার মাউথ ক্যাটফিশ মাছ থাকবে। ফলে দেশীয় প্রজাতির মাছ কম খাবার পাবে, ফলে দেশীয় প্রজাতির মাছ ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, এই মাছ মুখ দিয়ে নোংরা আবর্জনা টেনে নেয়। তারা দূষিত এবং খারাপ পানিতেও বেঁচে থাকে। এসব মাছ বেশি কাটা, মাংস কম তাই মানুষ এগুলো খায় না। তারা দেশীয় প্রজাতির মাছ খায়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বুড়িগঙ্গা নদীতে জেলেরা ব্যাপক হারে মাছ ধরার খবর প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *