চট্টগ্রাম-৮ উপনির্বাচন।প্রথম দিনে আ.লীগের ১৩ মনোনয়নপ্রত্যাশী
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ১৩ প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তারা আবেদনপত্র সংগ্রহ করেন। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া চলবে আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম দিনে যারা আবেদনপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। , আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য কফিল উদ্দিন, নগরীর চান্দগাঁও ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিনা খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী রিয়াজ খান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জাহেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি জহুর চৌধুরী, আহ্বায়ক সদস্য সুকুমার চৌধুরী প্রমুখ। মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. আলী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনছুর।
এর আগে রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোছালেম উদ্দিন আহমেদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। আগামী ২৭ এপ্রিল এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।