স্বর্ণের দোকানে ক্রেতা সেজে অলংকার নিয়ে চম্পট

0

Description of image

মানিকগঞ্জের সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারির দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরি করেছে একটি চক্র। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাহরাইল বাজারে স্বরলঙ্কার নিকেতন নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক নান্টু সরকার জানান, সকালে জ্যাকেট ও মাফলার পরা এক ব্যক্তি মোটরসাইকেলে দোকানে এসে একটি সোনার চেইন কেনার কথা বলেন। আর একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু তার কাছে তা না থাকায় পাশের দোকান থেকে সাতটি চেইন এনে দেখাল। এ সময় তিনি তার স্ত্রীকে ভিডিও কলে চেইন দেখানোর কথা বলে দোকান থেকে বেরিয়ে যান। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তির পেছনে চম্পট দেন।

ছিনতাই করা স্বর্ণের চেনের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে দোকান মালিক জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মল্যা বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করতে আসেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।