ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

0

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু জ্বরে ৬৩ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ২৭০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৪ জনকে ভর্তি করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬০১ ও ৫৫৫ জন রোগী ভর্তি রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৬৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ১২৯ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৫১৭ জন।

অন্যদিকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪২৭ জন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৯৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *