ফেব্রুয়ারি 1, 2026

ময়মনসিংহে এক যুবককে মারধর ও পুড়িয়ে মারার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার

Untitled_design_-_2025-12-20T121239.894_1200x630

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে মারধর ও পুড়িয়ে মারার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৪ এই তথ্য জানিয়েছে। আটককৃতরা হলেন লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মিরাজ হোসেন আকন (৪৬)। র‌্যাব জানিয়েছে, দিপু চন্দ্র দাসকে মারধর ও হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার দুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপুকে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। গতকাল ভালুকা থানায় মামলা দায়ের করে নিহতের ভাই। পুলিশ জানিয়েছে, নিহত দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে।

Description of image