জানুয়ারি 30, 2026

গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

Untitled_design_-_2025-12-18T165646.232_1200x630

কক্সবাজারের চকরিয়ায় পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। তাদের দুজনেরই বয়স পাঁচ বছর। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার আব্দুল মাবুদের ছেলে মো. নোমান এবং একই এলাকার বেলাল উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস। তাদের দুজনেরই বয়স পাঁচ বছর। মৃত নোমানের দাদা নুরুশ শাফা বলেন, “কিছুদিন আগে বাড়ির পাশের উঠোন থেকে মাটি খোঁড়া হয়েছিল। এতে একটি বড় গর্ত তৈরি হয়েছিল। এই গর্তে পানি জমে একটি ছোট পুকুর তৈরি হয়েছিল।”
তিনি আরও বলেন, “আজ দুপুর ১২টার দিকে নোমান ও জান্নাতুল ফেরদৌস গর্তের পাশে খেলছিলেন। খেলতে খেলতে হঠাৎ দুজনে পানিভর্তি গর্তে পড়ে যান। শিশুটির মা জান্নাতুল ফেরদৌস দূর থেকে ঘটনাটি দেখতে পান এবং স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। পরে তাদের দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।” স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক প্রকাশ সোনা মিয়া ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার কথা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের দাফনের প্রস্তুতি চলছে।’

Description of image