বোন নদীতে পড়ে গেল,উঠাতে গিয়ে ভাই ওনিখোঁজ

0

Description of image

বাগেরহাটের রামপালে দাউদখালী নদীতে পড়ে দুই চাচাতো ভাই নিখোঁজ হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার পার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের সামনে দাউদখালী নদীতে ওই দুই শিশু নিখোঁজ হয়।

নিখোঁজ শিশুরা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। ওমর আলীর ছেলে আহাদ আলী (৮) ও মোঃ বিল্লালের মেয়ে জান্নাত (৫)। শিশু দুটি চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য আজাহার হোসেন টুকু জানান, নিখোঁজ দুই শিশুর বাড়ি নদীর ধারে। নদীর তীরে যথারীতি শিশুরা খেলা করছিল। সন্ধ্যায় জান্নাত হঠাৎ নদীতে পড়ে যায়। পরে জান্নাতকে তুলতে গিয়ে নিখোঁজ হন আহাদও। এখন পর্যন্ত দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

ফয়লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। দুই শিশুর খোঁজে তল্লাশি চলছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সারওয়ার জানান, নিখোঁজ দুই শিশুর সন্ধানে ইতিমধ্যেই কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।