করোনা এখনো যায়নি, স্বাস্থ্যবিধি মানতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস এখনো আছে। তাই এটাকে অবহেলা করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব যতটা সম্ভব মেনে চলতে হবে। বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে এখনো অনেক দরিদ্র মানুষ রয়েছে। দু:খী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নানা কাজ করে যাচ্ছেন।

আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে উপস্থিত সবাইকে ঈদ উপহার দিতে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জসহ সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট হয়েছে, হাসপাতাল হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সুবিধা দিয়েছেন।

ঈদ উপহার হিসেবে জেলার পাঁচ হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কুরাইশী ওরফে সুমন প্রমুখ। উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *