মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ নৌ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া এবং মুন্সীগঞ্জের গজারিয়া সীমান্তে চর বলাকি সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। কালাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ। মৃতদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের জানানো হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তকরণের জন্য মুন্সীগঞ্জ যাচ্ছেন। তিনি আরও বলেন, মৃতদেহটি হাফহাতা শার্ট পরা ছিল এবং গলায় ফিতা দিয়ে চশমা ঝুলছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার তার বাসা থেকে বেরিয়ে যান, তিনি যথারীতি অফিসে যাচ্ছেন বলে। তবে তিনি আর বাড়ি ফিরে আসেননি বা অফিসে যাননি। সেই সময় তার কাছে মোবাইল ফোন ছিল না। পরিবার তাকে আত্মীয়স্বজন এবং হাসপাতাল সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পায়নি। নিখোঁজ সাংবাদিকের ছেলে রিত সরকার গণমাধ্যমকে বলেন, “আমার বাবা যথারীতি অফিসে যাচ্ছেন বলে তার বাসা থেকে বেরিয়েছিলেন। কিন্তু তিনি ফিরে আসেননি। আমরা সর্বত্র খোঁজাখুঁজি করেছি, কিন্তু তার কোনও সন্ধান পাইনি।” জিডি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, “গত রাতে বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।” বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত। তিনি বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় থাকেন।
