পরীক্ষা দিতে এসে গ্রেফতার ছাত্রলীগের সহ-সভাপতি

0

পরীক্ষা দিতে এসে আটক করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন-উর-রশিদকে। মামুন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের ছাত্র। সোমবার এ ঘটনা ঘটে।

Description of image

এর আগে বেলা সাড়ে ১২টা থেকে বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ‘আবু সাঈদ-মুগধর রক্ত, বৃথা যাতা দেব না’ ইত্যাদি স্লোগান দেয়।

জানা গেছে, গত শনিবার থেকে ব্যবস্থাপনা বিভাগের পুনঃতফসিল পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার পরীক্ষা দিতে আসেন মামুন। পরে বেলা ১২টায় বিভাগের সামনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের হামলার মুখে পড়েন বিভাগের শিক্ষকরাও। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে মামুনকে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীরা জানান, এই নেতা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে প্রভাব বিস্তার করেছেন এবং মামুন সরাসরি শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছেন। এভাবে কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ডা. ফকরুল ইসলাম বলেন, আমরা ওই ছাত্রকে পুলিশে সোপর্দ করেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *