ভারতীয় পুলিশ ১২ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে

0

ভারতে ২ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ১২ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

Description of image

ভারত সরকার কর্তৃক জারি করা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

আজ শনিবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচারকৃত বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ সময় উভয় দেশের বিজিবি-বিএসএফ, কাস্টমস, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সকল আনুষ্ঠানিকতা শেষে আজ সকালে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

ফেরত নারী-পুরুষদের বাড়ি মাদারীপুর, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। ফেরত আসাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঁইয়া জানান, তারা ভালো চাকরির আশায় ৪ বছর আগে ভারতের কলকাতায় যান। সেখানে বিভিন্ন দোকান ও বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের ২ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। সাজা শেষে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চিঠি দেওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এদিকে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, ফেরত আসাদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *