সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের সম্পদ নিয়ে কী করা হবে জানালেন হাসনাত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সোমবার রাতে রাজধানীর বাংলামটরে অন্য সব ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকের পর আগামী সপ্তাহে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনেরও ঘোষণা দেওয়া হয়। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অস্থিরতা নিরসনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ছাত্রলীগের উসকানি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য আমরা গত কয়েকদিন ধরে নানা ষড়যন্ত্র দেখছি। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলনও শুরু হয়েছে। ছাত্র হিসেবে লুঙ্গি পরা লোকজনও এসে ছাত্রদের মারধর করছে, যাদের দেখলে যে কেউ বুঝতে পারবে।
আমরা দেখেছি ছাত্রলীগ রিকশাচালকদের আন্দোলনে উস্কানি দিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। তাই আজকে সব ছাত্র সংগঠন একমত হয়েছে যে আমরা আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন করব বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ।
যত দ্রুত সম্ভব সংসদ সদস্য ও মন্ত্রীদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ১৬ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলো খালি করেছে। আপনারা জানেন একজন এমপিরও বিদেশে তিনশর বেশি বাড়ি আছে। আজকের বৈঠকে আমরা সবাই একমত হয়েছি যে যত দ্রুত সম্ভব ওই সংসদ সদস্য ও মন্ত্রীদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
তিনি বলেন, ‘আমরা দেখছি বিদেশে বসেও তারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করা না হলে তারা এভাবে ষড়যন্ত্র করে একের পর এক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের আর কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক বন্ধন অটুট রাখতে আমরা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এখন থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। অর্থাৎ আওয়ামী লীগকে আর কোনো ফরম্যাটে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না।’
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা উপস্থিত ছিলেন।