সংবাদ সম্মেলনে এসে যে চ্যালেঞ্জের কথা জানালেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোটকেন্দ্রে আনব। আমরা খাস নিয়তে ওয়াদা পালন করব। আমাদের চ্যালেঞ্জ একটিই—ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন।’
শপথ নেওয়ার পর আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।
নাসির উদ্দীন বলেন, ‘আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। গায়ের জোরে কোনো নির্বাচন করা হবে। এই সরকার সেই সরকার নয় যে তারা কমিশনের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার করবে।’
সিইসি বলেন, ‘যে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি জাতির যে প্রত্যাশা, তা পূরণে যা যা করা দরকার তাই করা হবে।’
তিনি আরও বলেন, ‘আগে যা হয়েছে তা পরিহার করার চেষ্টা করা হবে। মানুষ হিসেবে ভুল হতে পারে, তা ধরিয়ে দিতে হবে। যে কয়টা ভালো কাজ করা হবে, তা জাতির সামনে তুলে ধরতে হবে।’
নিয়োগের স্বচ্ছতা নিয়ে সিইসি বলেন, ‘টেলিভিশনের স্ক্রল দেখে আমি জানতে পেরেছি, সিইসি হিসেবে নিয়োগ পেয়েছি। কোনো রাজনৈতিক দলের পছন্দে নয়।’
এর আগে আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।