চারদিকে ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ষড়যন্ত্র চলছে। অনেকেই নির্বাচন করতে চান না। তবে বিএনপি স্পষ্টভাবে বলতে চায়, চারদিক থেকে ষড়যন্ত্র চলছে, যা জনগণ রুখতে পারবে। তাই ষড়যন্ত্র রুখতে পারে একমাত্র জনগণের নির্বাচিত সংসদ। বিএনপি আগের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’

শনিবার বিকেলে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপি তরুণদের সঙ্গে সংঘাত চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নতুন নেতৃত্ব সংস্কারের মাধ্যমে নির্বাচন করার হুমকি দিচ্ছে। তবে বিএনপি তরুণদের সঙ্গে সংঘাত চায় না। বিএনপি দেশকে বাঁচাতে নির্বাচন চায়। তারা দেশের স্বার্থে দেশের জনগণের জন্য নির্বাচন চায়।’

আওয়ামী লীগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। তাদের দেহের রসায়নে গণতন্ত্র নেই। তারা সম্পূর্ণ ফ্যাসিবাদী।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা কুপিয়ে, গুলি করে হত্যা বা গুম করেছে। এ ছাড়া পুলিশকে হত্যার কাজেও ব্যবহার করা হয়েছে। গায়েবি মামলা হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। তবে জনরোষের মুখে আওয়ামী লীগের অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়েছে। তাই এখন আল্লাহর রহমতে বাংলাদেশ এসব থেকে বেরিয়ে এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *