ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০০জনে
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে তিনজনের মৃত্যুর সঙ্গে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। আর এই রোগে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ১৯৯ জন।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৭২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।