লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, নিহত ৫ থাই নাগরিক
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর মিতিউলায় লেবানন থেকে রকেট হামলায় ৫ থাই নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রায় ৩০.০০০ থাই নাগরিক ইজরায়েলে বাস করে। কারণ, সেখানে মজুরি দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজ্যের তুলনায় অনেক বেশি।
সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে, থাই সরকার বলেছে যে বৃহস্পতিবার মিটিউলা শহরের কাছে প্রাণহানির কারণে তারা “গভীরভাবে দুঃখিত”। হামলায় থাইল্যান্ডের আরেক নাগরিক আহত হয়েছেন।
মিতুলা আঞ্চলিক পরিষদের প্রধান বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, লেবানন থেকে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্থানীয় কৃষক এবং বাকি চারজন বিদেশি শ্রমিক।
এছাড়া বৃহস্পতিবার ইসরায়েলের হাইফায় হিজবুল্লাহর রকেট হামলায় দুইজন নিহত হয়েছেন।