ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

0

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৪ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৮ জন, খুলনা বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ৩৩ জন। রাজশাহী বিভাগে ৩৫জন, ময়মনসিংহ বিভাগে ৩৫জন, রংপুর বিভাগে ৪৭জন এবং সিলেট বিভাগে ১২জন।

প্রসঙ্গত, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই সময় ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *