পুলিশের তদন্তের কোনো মূল্য নেই: তথ্য প্রতিমন্ত্রী

0

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রংপুরে আবু সাঈদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় পুলিশের তদন্তের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদের মৃত্যুর তদন্তসহ কোনো তদন্তই রুটিন প্রক্রিয়ায় হবে না। আমরা রুটিনে থাকব না। আমরা আন্তর্জাতিকভাবে তদন্ত করব, আপনি যা দেখছেন তার কোন মূল্য নেই। আমরা নতুন করে সবকিছু তদন্ত করব।

আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ ছিল না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তারা আইন ও সংবিধানের মধ্যে থেকে কাজ করে। তবে কেউ কেউ ক্ষেত্র বিশেষে আইন ভঙ্গ করেছেন। তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘তোমরা আবেগ নিয়ে রাজপথে যাচ্ছ, তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে। তারা সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছে, আবার সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় কে নেবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *