কারবালা মাহফিলে আগামীকাল মঙ্গলবার আসছেন শাহ সুফি আল্লামা আফিফ উদ্দিন জিলানি (মজিআ)
নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে আয়োজিত দশদিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে আসছেন হযরত বড়পীর আবদুল কাদের জিলানির (র.) বংশধর ও বাগদাদ শরীফের বর্তমান সাজ্জাদানশীন আল্লামা শেখ সৈয়দ শাহ সুফি আফিফ উদ্দিন আল জিলানি আল বাগদাদি (মজিআ)।
আগামী কাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রামের বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তাঁর। মাহফিলের নবম ও দশম দিনে (মঙ্গল ও বুধবার) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি। আজ মঙ্গলবার মাহফিলে সভাপতিত্ব করবেন শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
দশদিন ব্যাপী ৩৯তম মাহফিলে প্রতিদিন ইসলামি স্কলার, পীর মাশায়েখবৃন্দ, আহলে বায়তে রাসুলের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমান, নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান। শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এ মাহফিলের আয়োজন করছে।