কারবালা মাহফিলে আগামীকাল মঙ্গলবার আসছেন শাহ সুফি আল্লামা আফিফ উদ্দিন জিলানি (মজিআ)

0

নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে আয়োজিত দশদিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে আসছেন হযরত বড়পীর আবদুল কাদের জিলানির (র.) বংশধর ও বাগদাদ শরীফের বর্তমান সাজ্জাদানশীন আল্লামা শেখ সৈয়দ শাহ সুফি আফিফ উদ্দিন আল জিলানি আল বাগদাদি (মজিআ)।

Description of image

আগামী কাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রামের বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তাঁর। মাহফিলের নবম ও দশম দিনে (মঙ্গল ও বুধবার) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি। আজ মঙ্গলবার মাহফিলে সভাপতিত্ব করবেন শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

দশদিন ব্যাপী ৩৯তম মাহফিলে প্রতিদিন ইসলামি স্কলার, পীর মাশায়েখবৃন্দ, আহলে বায়তে রাসুলের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমান, নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান। শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এ মাহফিলের আয়োজন করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।