ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল যুক্তরাষ্ট্রের

0

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল যুক্তরাষ্ট্রের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে যুক্তরাষ্ট্র শুরুতেই ব্যাট করে ১২৮ রানে অলআউট হয়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১০.ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে শাই হোপের ঝড়ো ফিফটির উপর ভিত্তি করে জয়ের বন্দরে নোঙর করে।

এই হারের পর সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। এক জয়ে ইংল্যান্ডের সঙ্গে সমান পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজ। তবে নেট রান রেটে এগিয়ে তারা।

শনিবার বার্বাডোসের ব্রিজটাউনের কেনিংস্টন ওভালে দ্বিতীয় ওভারে নস্টুশ কেনজিকে ছক্কা মেরে তাড়া শুরু করেন হোপ। অপর প্রান্তে তাকে সঙ্গ দেন জনসন চার্লস। শাই হোপের আক্রমণাত্মক ব্যাটিং মার্কিন বোলিংকে অসহায় করে দিয়েছে। পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজ ৬ ওভারে বিনা উইকেটে ৫৮ রান করে। যার মধ্যে হোপের একক ৪২ রান!

পাওয়ারপ্লে-র পরের ওভারে হরমিত সিংকে ব্লাস্ট করে উইকেট তুলে দেন চার্লস। আউট হওয়ার আগে ১৪ বলে ১৫ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান। হোপের পাশাপাশি মারকাটোরি ব্যাটিংয়েও অংশ নেন পুরান। ক্যারিবীয়রা ১০ ওভারে ১১০ রান করে।

এরপর শুরু হয় পুরাণ ঝড়। একাদশ ওভারে সৌরভ নেত্রওয়ালকারকে ৩ ছক্কা মেরে ম্যাচ জিতে নেন বাঁহাতি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল ও চেজ। আলজারি জোসেফ নেন ২ উইকেট। গুদাকেশ মতি নেন ১ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *