এবারের বাজেট মধ্যপন্থী-বাস্তবমুখী ও জনমুখী: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাজেটের মূলমন্ত্র একটি সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি। চলমান সংকট ও অনিশ্চয়তা দূর করাই বাজেটের মূল লক্ষ্য।
শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে।
ওবায়দুল কাদের বলেন, “এই বাজেট মধ্যপন্থী-বাস্তববাদী ও জনমুখী। নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজেট। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশ আর ১৫ বছর পরের বাংলাদেশের উন্নয়নে আমূল পার্থক্য রয়েছে। বিএনপির সর্বশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা।
বিএনপির আমলে বাজেটের আগে অর্থমন্ত্রী সাইফুর রহমান ভিক্ষা করতে বিদেশে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি আরও বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। তবে অন্যায় ও অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই।