দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

0

রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বেড়ানো সম্ভব বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে বুধবার রাতে দেওয়া সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, রাঙ্গামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *