সংরক্ষিত নারী আসনের সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী ৫০টি আসনে জমা দেওয়া ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বৈধ প্রার্থীদের ঘোষণা করবে ইসি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতি যাচাই করে এ ঘোষণা দেওয়া হয়।
নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বাছাইয়ে কারো নাম বাদ না থাকলেও বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে কেউ আপিল করতে পারবেন। আর ঘোষিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির জন্য ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
মনিরুজ্জামান বলেন, ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।